Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব নসরুল হামিদ কর্তৃক জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর প্রধান কার্যালয় স্থাপিত প্রিপেইড গ্যাস মিটার ডাটা সেন্টার উদ্বোধন।


প্রকাশন তারিখ : 2024-02-18

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড কর্তৃক নির্মানাধীন ৫০০০০ (পঞ্চাশ হাজার) প্রিপেইড গ্যাস মিটার প্রকল্প-এর ডাটা সেন্টার উদ্বোধন করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব নসরুল হামিদ গত ১৭-০২-২০২৪ তারিখ জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর প্রধান কার্যালয়, গ্যাস ভবন, মেন্দিবাগ, সিলেট পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এমপি মহোদয়, জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, মহাব্যবস্থাপকগন সহ জালালাবাদের অনান্য কর্মকর্তাবৃন্দ এবং সিলেট জেলার পুলিশ সুপার মহোদয়। পরিদর্শনকালে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর প্রধান কার্যালয় স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন শেষে জাতিরপিতা বঙ্গবন্ধুর শেখমুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পন করেন। এরপরে তিনি ৫০০০০ (পঞ্চাশ হাজার) প্রিপেইড গ্যাস মিটার প্রকল্প-এর টেকনিক্যাল সাপোর্ট সেন্টার ঘুরে দ্যাখেন পরবর্তিতে ডাটা সেন্টার উদ্বোধন করেন এবং পরদর্শন করেন। সবশেষে তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন, এ সময় তিনি বলেন জালালাবাদ গ্যাস অত্যতন্ত দক্ষতার সাথে ৫০০০০ (পঞ্চাশ হাজার) প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই আরো ১৫০০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) প্রিপেইড গ্যাস মিটার প্রকল্পের মাধ্যমে জালালাবাদ গ্যাসের সকল গ্রাহকে প্রিপেইড গ্যাস মিটারে সুবিধা প্রদান করা হবে। এসময় তিনি জালালাবাদ গ্যাসে কোনো অবৈধ সংযোগ এবং সিস্টেম লস না থাকায় জালালাবাদ গ্যাসের কর্মকর্তা কর্মচারিবৃন্দের ভূয়সী প্রসংশা করেন।